ঈশ্বরগঞ্জে অগ্নিকাণ্ডে ২টি দোকান ভস্মিভূত

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক অগ্নিকাণ্ডে মালামালসহ দুটি দোকান ভস্মিভূত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার সকাল ৬টায় উপজেলার লক্ষীগঞ্জ বাজার জামে মসজিদের মার্কেটে এ অগ্নিকান্ড সংগঠিত হয়। এতে মার্কেটের ব্যবসায়ী আবুল হোসেন ও সুবল চন্দ্র দাসের দুটি মোদির দোকান আগুনে পুড়ে ভস্মিভূত হয়।
স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক আজহারুল ইসলাম জানান, সকালে আগুন লাগার পর দুটি দোকানের সাথে হাফেজ আবু সালেহের কাপড়ের দোকানেরও ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকান্ডে দুটি দোকানের মালামালসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবী করছে।
(এন/এসপি/আগস্ট ১৫, ২০২৫)