‘বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন’
.jpg)
স্টাফ রিপোর্টার : বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) নয়াপল্টনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র আনার পর সামরিক স্বৈরশাসনের বিপরীতে খালেদা জিয়া গণতন্ত্র রচনা করেছিলেন। এবারও ফ্যাসিবাদকে সরিয়ে বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে যাচ্ছে।
তিনি বলেন, খালেদা জিয়াকে বারবার জেলে যেতে হয়েছে। দণ্ড দিয়ে তাকে নির্জন কারাগারে রাখা হয়েছিল। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে মারার ক্ষমতা কারও নেই।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জনগণের মন জয় করার চেষ্টা করতে হবে। জনগণ অসন্তুষ্ট বা ভীতসন্ত্রস্ত হয় এমন কিছু করা যাবে না।
(ওএস/এসপি/আগস্ট ১৫, ২০২৫)