আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের মুখ্য সংগঠক মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল বাদি হয়ে থানায় লিখিত অভিযোগটি দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, শেবামেক হাসপাতালে সুষ্ঠু কর্ম পরিবেশের দাবিতে ১৪ আগস্ট সকাল সাড়ে ১১ টায় হাসপাতালের মাঝের গেটের সামনে হাসপাতালে কর্মরত অধ্যক্ষ, পরিচালক, ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীগণ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন।

এসময় মহিউদ্দিন রনি, নুরুজ্জামান কাফি, রাকিন আহমেদ, সুনান ইসলাম, সিফাত হোসেন, শামিম, আল মুসা, সিফা ইসলাম, দাইয়ান, এইচএম আবুল খায়ের, নুরুন নাহার, সিয়াম ওরফে নেয়া ভাইসহ অজ্ঞাতনামা প্রায় ৩০ জন আসামি চাপাতি, লোহার এসএস পাইপ, হকিস্টিক, লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে মানববন্ধনে অংশগ্রহনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী রফিকুল পাটোয়ারী, শামীম, হাসান, সাকিব, জাকারিয়া রুবেল, নুসরাত মন্ডল, অফিস সহায়ক মো. পারভেজ, ফয়সাল রাব্বি, আয়া সেলিনা আক্তার, লিফটম্যান শাকিল গুরুত্বর আহত হন। এছাড়াও আসামিদের এলোপাথারী মারধরে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করা মহিলা নার্স, মহিলা আয়াদের শ্লীলতাহানী ঘটেছে। হামলার একপর্যায়ে পথচারী ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ ব্যাপারে মহিউদ্দিন রনি বলেন, হাসপাতালের স্টাফরা আন্দোলনরত ছাত্র-জনতা ও অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এখন উল্টো বিশেষ মহলের নির্দেশে আন্দোলনকে বানচাল করতে ছাত্র-জনতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ সবকিছু জেনেও অভিযোগের তদন্ত না করেই ওই বিশেষ মহলের নির্দেশে বৃহস্পতিবার রাতভর আন্দোলনকারী নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য বাসায় বাসায় তল্লাশী চালিয়েছে।

অপরদিকে শিক্ষার্থীদের ওপর বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টাফদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বরিশালের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়েছেন। এতে তারা হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি জনদুর্ভোগ এড়িয়ে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকে আরো বেগবান করার জন্য ঐক্যমত পোষন করেছেন।

উল্লেখ্য, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের দালাল সিন্ডিকেট ভাঙাসহ দেশব্যাপী স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে ছাত্র-জনতার ব্যানারে গত ১৯ দিন ধরে বরিশালে আন্দোলন চলমান রয়েছে। আন্দোলকারীদের দাবি স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে তাদের তিনদফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে।

(টিবি/এসপি/আগস্ট ১৫, ২০২৫)