ঈশ্বরদীতে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের সাক্ষি মুক্তিযোদ্ধা আ.ত.ম শহিদুজ্জামান নাসিম (৭৫), সলিমপুর ইউনিয়নের মিরকামারি এলাকার আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম মালিথা (৫২), লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুরলিয়া এলাকার আওয়ামী লীগ নেতা লালন প্রামানিক (৩৭) ও একই এলাকার যুবলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ (২৭)।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নূর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করে শুক্রবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।
(এসকেকে/এসপি/আগস্ট ১৫, ২০২৫)