কালীগঞ্জ প্রতিনিধি : কালীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪টায় পৌর বিএনপির কার্যালয়ে এ আয়োজন হয়।

সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-০৪ আসনের গণমানুষের নেতা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্ল্যা, জুমারত আলী, আবু জাফর, মিজানুর রহমানসহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন লস্কর, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৌফিকুর রহমান কাজল, পৌর কৃষক দলের আহবায়ক ক্বারী মো. ফোরকান আলি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাওনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ বলেন, “বেগম খালেদা জিয়া এমন একজন মহীয়সী নারী যিনি গৃহবধূ থেকে দেশের রাজনীতিতে অভিষিক্ত হয়েছেন। ১৯৮২ সাল থেকে বিএনপি’র চেয়ারপার্সন হিসেবে তিনি নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে একজন আপোষহীন নেত্রী হিসেবে এ মহাদেশে পরিচিতি লাভ করেছেন। ১৯৯৬ সালে এরশাদ সরকার বিরোধী আন্দোলন, ২০০৮ সাল থেকে শেখ হাসিনা সরকারের একাধিক ‘পাতানো নির্বাচন’ বর্জন, কারাবাস সবই প্রমাণ করে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন।”

তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

(এসএস/এএস/আগস্ট ১৬, ২০২৫)