কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কের ভেড়ামারা যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের নিপলু বিশ্বাসের ছেলে মো. নাহিন (১৬) এবং মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে মো. সিয়াম (১৫)।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, অন্তত ১০টি মোটরসাইকেলে কয়েকজন কিশোর লালন শাহ সেতু থেকে ভেড়ামারা অভিমুখে বেপরোয়া গতিতে আসছিল। এ সময় পাবনা অভিমুখে যাওয়া একটি পিকআপের সঙ্গে যাত্রী ছাউনি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা নাহিন ও সিয়াম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথেই নাহিন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামও মারা যায়।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এমএজে/এএস/আগস্ট ১৬, ২০২৫)