শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় ভাঙন কবলিত খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নওয়াবেঁকী বাজারের খোলপেটুয়া নদীর ফেরিঘাটে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জিএম হাবিবুল্লাহ, আইয়ুব আলী, হারুন আর রশীদ, হাবিবুর রহমান হাবিব, রেজাউল ইসলাম রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খোলপেটুয়া নদী থেকে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। আশাশুনি হিজলার চর থেকে বালি উত্তোলনের ইজারা পেলেও তারা সেখান থেকে বালু উত্তোলন না করে শ্যামনগর উপকূলীয় দুগার্বাটি, জেলখালী, ঝাপা, বিড়ালাক্ষ্মী, জেলিয়াখালীসহ ভাঙন কবলিত এলাকা থেকে রাত-দিন অবৈধ ভাবে নদী থেকে বালু লুট করা হচ্ছে। এতে নদীতীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। নদীর ভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে, হুমকির মুখে রয়েছে হাজারো মানুষের জীবিকা ও নিরাপত্তা। তারা আরও বলেন নৌ-থানাকে জানানো হলে তারা এসে ঘুরে দেখে যায় কিন্তু কোন ধরনের পদক্ষেপ নেন নাই। প্রশাসনের নজরদারির অভাবে বালু খেকোরা প্রকাশ্যেই নদী থেকে বালু তুলছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
(আরকে/এএস/আগস্ট ১৬, ২০২৫)