‘সৎ মানুষকে দলে অন্তর্ভুক্ত করতে হবে’

রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন বলেছেন, যারা সমাজের ভালো ও সৎ মানুষ তাদের দলের সদস্য করতে হবে। শিক্ষক, উকিল, চাকুরীজীবি, পোশাক শ্রমিকসহ যাদের সমাজে সুনাম রয়েছে তাদেরকে দলে নিতে হবে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাইখালী রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন এলাকায় ২ নং রাইখালী ইউনিয়ন বিএনপি উদ্যোগে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এক সমাবেশে সভায় কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় ২নং রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি বড় ও জনপ্রিয় একটি রাজনৈতিক দল। ফাঁক-ফোকর দিয়ে এই দলে কিছু দুষ্কৃতিকারী ঢুকতে পারে। তবে আমরা সজাগ রয়েছি, কেউ যদি সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনীসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে নেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলী বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, বাবু দেব জ্যোতি চাকমা, রাঙ্গামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল, সদস্য আব্দুল খালেক মেম্বার, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলম, কাপ্তাই উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, রাইখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অংসি মারমা, কাপ্তাই উপজেলা বিএনপির সহ সভাপতি হারুন অর রশিদ রতন, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন কন্ট্রাক্টর, এসময় আরো উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার,কাপ্তাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হাসান চৌধুরী রক্সি, যুগ্ম আহবায়ক সুমন মারমা ও আব্দুল মান্নান, কাপ্তাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম বাপ্পাসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
(আরএম/এএস/আগস্ট ১৬, ২০২৫)