কাপাসিয়ার বংশীদাস বাবাজি আশ্রমের কমিটি গঠন

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের সাইফাইশ্রী এলাকার বৈষ্ণ চুড়ামনি শ্রী শ্রী বংশী দাস বাবাজির আশ্রয়মের আগামী তিন বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে আশ্রমের এক সাধারণ সভায় সর্বসম্মিত ক্রমে কমিটি গঠন করা হয়েছে। বাবু নারায়ণ বনিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাবু রাম কৃষ্ণ বর্মন ভক্ত, বাবু মনিন্দ্র চন্দ্র বর্মন, বাবু নগেন বর্মন, বাবু শুষেন, বর্মন, বাবু লক্ষ্মণ বর্মন, বাবু রতন বর্মন, জাদব বর্মন প্রমুখ।
সভায় সর্বসম্মতি ক্রমে বাবু প্রকাশ বর্মনকে সভাপতি বাবু সুজন বর্মনকে সাধারণ সম্পাদক ও বাবু জাদব বর্মনকে কোষাধ্যক্ষ ও মানিক বর্মনকে সাংগঠনিক সম্পদাক করে ৩১ সদস্য বিশিষ্ট করা হয়। যা আগামী তিন বছরের জন্য এ কমিটি আশ্রমের কার্যক্রম পরিচালনা করবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটি গঠন শেষে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
(এসকেডি/এসপি/আগস্ট ১৬, ২০২৫)