সোনাতলায় পরমেশ্বর শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি পালিত

বিকাশ স্বর্নকার, সোনাতলা : বর্ণাঢ্য আয়োজনে বগুড়া সোনাতলায় পরমেশ্বর শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি পালিত হয়েছে। আজ শনিবার আবির্ভাব তিথি উপলক্ষে সকালে ভক্তরা পরমেশ্বর শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করেন।
এরপর ভক্তরা তাদের সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণকে নানান দ্রব্যে সজ্জিত করে মাথায় নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই শোভাযাত্রাটিকে সাফল্য মুন্ডিত করতে থানা পুলিশে নজরদারি ছিলো চোখে পড়ার মতো।
শোভাযাত্রা শেষে সোনাতলা রামনারায়ন বিহানী সার্বজনীন দুর্গা মন্দিরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় নেতা ও পূজা উদযাপনের সদস্য সাংবাদিক বিকাশ স্বর্নকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, সদস্য অতুল চন্দ্র প্রামানিক প্রমূখ।
আলোচনা সভা শেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা করেন বিশিষ্ট ধর্মীয় আলোচক শিক্ষক গৌতম কুমার সাহা ও দিপংকর সাহা।
শ্রীকৃষ্ণ ভক্তরা জানান,দুর্যোগপূর্ণ এক রাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হন। ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব ও দৈবকীর অষ্টম পুত্র।
এদিকে বাইগুনি সনাতন সংঘের আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি ঢোল খোল শঙ্ক ঘন্টা উলুধ্বনি ও হরিনামে মুখরিত ছিলো।
এতে উপস্থিত ছিলেন বলাই চন্দ্র সাহা, বিপুল চন্দ্র সাহা, নয়ন চন্দ্র সাহা, বিধান চন্দ্র সাহা, প্রশান্ত চন্দ্র সাহা, নিবারন সাহা, দিনের সাহা, শিশির সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার গৌতম চক্রবর্তী, এসআই শিমুল দাস সহ পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এতে উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/আগস্ট ১৬, ২০২৫)