ঈশ্বরদী প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে ঈশ্বরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।

সকালে কর্মকারপাড়া মাতৃ মন্দির হতে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় হিন্দু মহাজোট, বাংলাদেশ ব্রাক্ষ্মন সংসদসহ সনাতন ধর্মালম্বিদের বিভিন্ন সংগঠন ব্যানার নিয়ে অংশগ্রহন করে।

মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুবির কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গনেশ সরকার, যুগ্ম সম্পাদক মিলন কর্মকার, পৌর হিন্দু মহাজোটের সভাপতি দেবদুলাল রায়, মৌবাড়ি ও ঠাকুরবাড়ি বারোয়ারী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ, কোষাধ্যক্ষ প্রবীর বিশ্বাস, বার্ষিকী সম্পাদক বিকি আগারওয়াল, ব্রাক্ষ্মন সংসদের বিনয় চক্রবর্তিসহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে দুপুরে কর্মকারপাড়া মাতৃ মন্দিরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

(এসকেকে/এসপি/আগস্ট ১৬, ২০২৫)