পাংশায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

একে আজাদ, রাজবাড়ী : হিন্দু ধর্মালম্বীদের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে পাংশা আদি মহাশ্মশান প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে পাংশা পৌর শহরের শ্রী শ্রী রাধাগোবিন্দ ও শিব মন্দির প্রাঙ্গন হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাংশা আদি মহাশ্মশান প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালিতে কয়েক শত হিন্দু নারী পুরুষ, শিশু-কিশোররা অংশ নেয়।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রান্তোস কুন্ডু এর সভাপতিত্বে ও সদস্য সচিব বিধান কুমার বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেব্রত সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন, পাংশা আদি মহাশ্মশানের সভাপতি সুব্রত কুমার দাস সাগর, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা চিত্তরঞ্জন কুন্ডু, সাবেক সভাপতি ভজ গোবিন্দ দে, সদস্য সঞ্জীব কুন্ডু প্রমুখ।
(একে/এসপি/আগস্ট ১৬, ২০২৫)