মোস্তফা সরয়ার ফারুকী আশঙ্কামুক্ত

স্টাফ রিপোর্টার : সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর তাকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
গতকাল (১৬ আগস্ট) রাত ১০টার পর এয়ার অ্যাম্বুলেন্সযোগে মোস্তফা সরয়ার ফারুকীকে কক্সবাজার থেকে ঢাকা আনা হয়। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
নুসরাত ইমরোজ তিশা আরও জানান, কক্সবাজারে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে থাকাকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ফারুকী। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি আশঙ্কামুক্ত। স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিশা।
(ওএস/এএস/আগস্ট ১৭, ২০২৫)