ইমা এলিস, নিউ ইয়র্ক : নিউ ইয়র্কের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী দম্পতিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত কুরুচিপূর্ণ-অশালীন মন্তব্য ও নারীকে নিয়ে অমর্যাদাকর বক্তব্যের প্রতিবাদে নিউ ইয়র্কে এক মতবিনিময় সভা গত শুক্রবার (১৫ আগষ্ট) জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবাসী সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সভটির আয়োজন করেন নিউ ইয়র্কের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ভুক্তভোগী আসেফ বারী টুটুল ও তার স্ত্রী মুনমুন হাছিনা বারী।

সভায় উপস্থিত বক্তারা বলেন, আসেফ বারী টুটুল ও তার স্ত্রী মুনমুন হাছিনা বারীকে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বি ভেবে অপর ব্যবসায়ী শাহ নেওয়াজ ও আমেনা নেওয়াজ ওরফে রানো তাদের ভাড়াটে অনিক রাজ (সাংবাদিক নামধারী)-কে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগতভাবে আসেফ বারী টুটুল ও তার স্ত্রী মুনমুন হাছিনা বারীসহ নিউ ইয়র্কের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিদেরকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য শুধু ব্যক্তিগত মর্যাদাহানিই নয়, বরং এটি গোটা প্রবাসী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বিশেষ করে নারীকে অসম্মানিত করা মানে একটি জাতিকেই অসম্মান করা। তারা এ ধরনের মানহানিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

প্রবাসী সমাজের নেতৃবৃন্দ ও বিশিষ্ট জনেরা মতবিনিময় সভায় জোর দিয়ে বলেন, মত প্রকাশের স্বাধীনতা মানে কারো সম্মানহানি নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইতিবাচক কাজে ব্যবহার করতে হবে মানবিক মূল্যবোধ ও সহনশীলতার দৃষ্টান্ত স্থাপনের জন্য।

সভায় বক্তারা আরও উল্লেখ করেন, ব্যবসায়ী দম্পতিকে নিয়ে অশালীন মন্তব্যের ঘটনায় প্রবাসী সমাজে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সংগঠনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং প্রয়োজন হলে আইনগত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। শাহ নেওয়াজ ও আমেনা নেওয়াজ ওরফে রানো অবৈধ উপায়ে উপার্জিত অর্থে নগ্ন পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিভিন্ন সংগঠনে পদাধিকাররের চেষ্টাকে ন্যাক্কারজনক মনে করে উক্ত দম্পতিকে সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্তের আহবান জানানো হয়।

শাহ নেওয়াজের স্ত্রী আমেনা নেওয়াজ ওরফে রানো সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউ ইয়র্ক প্রবাসীদের ভিক্ষুক বলে কটুক্তি করলে প্রবাসীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ নিয়ে বিস্তর অভিযোগ তুলে ধরেন সাকিব হায়দার। তিনি বলেন তার একটি সংগঠনের একটি অনুষ্ঠানের জন্য ডোনেশন নিতে শাহ নেওয়াজের কাছে গেলে পরদিন তার স্ত্রী আমেনা নেওয়াজ ওরফে রানো সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের মন্তব্য করলে আমরা সকলেই ব্যথিত হই এবং তার ডোনেশন নেওয়া থেকে বিরত থাকি। তিনি বলেন, এটা শুধু আমার সংগঠনের জন্য নয়, এ লজ্জা নিউ ইয়র্কের গোটা প্রবাসী সমাজের জন্য। সভায় প্রায় ১০/১২ জন ভুক্তভোগী শাহ নেওয়াজ ও আমেনা নেওয়াজ ওরফে রানোর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।

সভা শেষে উপস্থিতরা ঐকমত্যে বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা জোরদার করতে হবে। একইসঙ্গে, প্রবাসী সমাজের মর্যাদা রক্ষায় একতাবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। সভায় বিনা আমন্ত্রণে আকশ্যিকভাবে ঢুকে পড়ায় সাপ্তাহিক আজকালের নামধারী সাংবাদিক আবু বকর সিদ্দিক (বিজ্ঞাপন প্রতিনিধ)-কে সভাস্থল থেকে বের করে দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন- নিউ ইয়র্কের জনপ্রিয় সাপ্তাহিক ঠিকানার সম্পাদক পরিষদের সভাপতি এম এম শাহীন, নাসির খান পল, আসেফ বারী টুটুল, মুনমুন হাছিনা বারী, আজিজুল হক মুন্না, ফাহাদ সোলায়মান, আকাশ রহমান, তারেক হাসান, আব্দুল খালেক, নাসরিন আহমেদ, নুরুল হক, পার্থ গুপ্ত, এনাম চৌধুরী, জুবায়ের চৌধুরী, সাকিব হায়দার, রাশেদ চৌধুরী, রুমি, জাকির, মাকসুদুল হক চৌধুরী, রাইসুল হক, মোহাম্মদ আলী, শক্তি গুপ্তা, সাইফুল ভান্ডারী, কর্ণেল হাফিজ, আলাউদ্দিন বুলু, ছাবেদ সাথী, সোহেল হোসেন, আশরাফুজ্জামান ও ফরমান হোসেন প্রমুখ।

(আইএ/এসপি/আগস্ট ১৭, ২০২৫)