দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালের দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যা চেষ্টার মামলার আসামি সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ এবং ভুয়া পরিচয়ে জিটিভির স্টাফ রিপোর্টার দাবি করা চরভদ্রাসনের প্রতিনিধি ইমরান হোসাইনের প্রাপ্ত “জুলাই গণঅভ্যুত্থানে সাহসী আহত সাংবাদিক সম্মাননা” প্রত্যাহার ও বিচারের দাবিতে এ কর্মসূচি আয়োজিত হয়। পরে সাংবাদিকরা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সদস্য মফিজ ইমাম মিলন, পান্না বালা, হারুন আনসারি, এস এম মনিরুজ্জামান, শ্রাবণ হাসান, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মুন্নু, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতুসহ অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান।

বক্তারা বলেন, ভুয়া সাংবাদিক শেখ ফয়েজ আহমেদকে পুরস্কার প্রদান সাংবাদিক সমাজের জন্য অপমানজনক। জুলাই-আগস্টের আন্দোলনে প্রকৃত সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন। অথচ তাদের অবমূল্যায়ন করে একজন বিতর্কিত ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে, যা অযৌক্তিক ও নিন্দনীয়।

তারা অবিলম্বে এ পুরস্কার প্রত্যাহার ও শেখ ফয়েজ আহমেদকে গ্রেফতারের দাবি জানান।

(ডিসি/এসপি/আগস্ট ১৭, ২০২৫)