কালীগঞ্জে শিশু মারিয়ামের ওপর অমানবিক নির্যাতন, মানবিক সহায়তায় এগিয়ে এলো এক দল তরুণ

কালীগঞ্জ প্রতিনিধি : কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছে মারিয়াম (৩) নামের এক শিশু। ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত এ শিশুকে হাসপাতালে ভর্তি করান তার নানি।
মারিয়ামের নানি জানান, তার বাবা লালন ইসলাম (চৌগাছা, যশোর) ও মা সোহানা (হেলাই গ্রাম, কালীগঞ্জ) দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহে জড়িত ছিলেন। পরবর্তীতে পরকীয়ার কারণে সোহানা স্বামী-সন্তান ছেড়ে অন্যের হাত ধরে পালিয়ে যান। এ অবস্থায় ছোট্ট মারিয়াম ও তার ভাই দুই বছরের আব্দুল্লাহ হয়ে ওঠে অবহেলা ও নির্যাতনের শিকার। বর্তমানে আব্দুল্লাহও একই হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।
অভিযোগ রয়েছে, তিন বছরের মারিয়ামকে প্রায়ই খুন্তি দিয়ে পুড়িয়ে অমানবিক নির্যাতন করতেন তার বাবা-মা। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ ও ক্ষতের চিহ্ন রয়েছে। পারিবারিক বিরোধের বলি হয়ে এমন নিষ্ঠুর নির্যাতনের শিকার হয় এই শিশু।
মারিযামের নানি কাঁদতে কাঁদতে জানান, সন্তানদের এতো গুরুতর অবস্থায় চিকিৎসা খরচ বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অসহায় নানির কান্না হৃদয় বিদারক দৃশ্যের জন্ম দেয় হাসপাতাল চত্বরে। এরই মধ্যে তার আর্তনাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মানবিক কারণে কালীগঞ্জের একদল তরুণ যুবক এগিয়ে আসে শিশু দুটির পাশে দাঁড়াতে। তারা বিভিন্ন সচেতন মহল ও স্বেচ্ছাসেবী সংগঠন থেকে অর্থ সংগ্রহ করে শিশু দুটির নানীর হাতে তুলে দেন।
স্থানীয়রা দাবি করেছেন, এ ধরনের পাশবিক নির্যাতন কেবল শিশুটির জীবন নয়, সমাজের বিবেককেও প্রশ্নবিদ্ধ করে। তারা শিশুটির সুচিকিৎসা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
(এসএস/এএস/আগস্ট ১৮, ২০২৫)