গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মাছের পোনা অবমুক্ত, শোভাযাত্রা, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার সকাল ৯ টায় শহরের হেলিপ্যাড পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
পরে সেখান থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা মৎস অফিসে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
এরপর জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসেন।
জেলা মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে ও গোপালগঞ্জ মৎস বীজ উৎপাদন খামারের খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মৎস্যজীবী শিমুল মোল্লা, সিদ্ধার্থ বিশ্বাস, রোজ ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন গোপালগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী।
পরে জেলার সফল মৎস্য চাষীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
(টিবি/এএস/আগস্ট ১৮, ২০২৫)