নগরকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

নগরকান্দা প্রতিনিধি : অভয় আশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি" এই প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে উপজেলার পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার সভাপতিত্বতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
এছাড়াও উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহরাব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
(পিবি/এএস/আগস্ট ১৮, ২০২৫)