মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর হৃদয় আলী (১৫) নামের এক কিশোর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার সকালের দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের পদ্মা নদীর পাড়ের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হৃদয় কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগী এলাকার ভ্যানচালক ইউনুস শেখের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেলে ভ্যান নিয়ে বের হয় হৃদয় আর বাড়ি ফেরেনি। পরে রাতভর খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়া গেলে কুমারখালী থানায় একটি অভিযোগ করা হয়। আজ বেলা ১১টার দিকে স্থানীয়রা তার মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নিতে গিয়েই হৃদয়কে হত্যা করা হয়েছে।

(এমজে/এসপি/আগস্ট ১৮, ২০২৫)