সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় "জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়। এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মোঃ আশরাফুল্লাহর সভাপতিত্বে ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম, সহকারী কমিশনার মোঃ নূরুল আমিন উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, ড. রফিকুর রহমান, শেখ মোহাম্মদ মহিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, সফিকুল ইসলাম জ্যাকি প্রমুখ। পরে মৎস্য খামারীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

(এসকেডি/এসপি/আগস্ট ১৮, ২০২৫)