চাটমোহরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
-Motso-Rally-News-(18-08-2025).jpg)
চাটমোহর প্রতিনিধি : ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে ভরে তুলি, এই প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে শহর প্রদক্ষিণ শেষে র্যালিটি একই জায়গায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে পৌর শহরের মধ্যে দিয়ে প্রবাহিত বড়াল নদে মাছের পোনা ছেড়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও মুসা নাসের চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল মতিন, আবাসিক মেডিক্যাল অফিসার হুমায়ুন কবির, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, ধরইল মৎস্য অভয়ারণ্যের সভাপতি রায়হান হোসেন প্রমুখ।
(এসএইচ/এসপি/আগস্ট ১৮, ২০২৫)