ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে নিহত
-1.jpg)
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সেলিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ঈশ্বরদী শহরের ফতেহ মোহাম্মদপুর এলাকায় লোকোসেডে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ঈশ্বরদী পৌরসভার পূর্বটেংরী কদমতলা এলাকার মৃত রমজান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের ওপর পড়ে গিয়ে তার হাত-পা কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান স্থানীয়দের ভাষ্য উদ্ধৃত করে জানান, ওই ব্যক্তি রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি কানে কম শুনতেন, তাই ট্রেন আসার বিষয়টি তিনি টের পাননি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
(এসকেকে/এসপি/আগস্ট ১৮, ২০২৫)