একে আজাদ, রাজবাড়ী : 'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো রাজবাড়ীর পাংশায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। 

আজ সোমবার সকালে পাংশা উপজেলা হলরুমে মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বেড় হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ এর সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মো: রবিউল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এবাদত হোসেন, কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস। এসময় উপজেলা থেকে আসা মৎস্য চাষি, সাংবাদিক, সামাজিক রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় মৎস্য উৎপাদন বৃদ্ধিতে উন্মুক্ত মতামত তুলে ধরেন চাষীরা। এছাড়া খালবিল থেকে প্রতিনিয়ত কমে আসছে দেশি প্রজাতির মাছ, দেশীয় বিলুপ্ত মাছের প্রজাতি বৃদ্ধির লক্ষ্যে জলাশয়গুলো সংরক্ষিত রাখার কথা বলা হয়। এছাড়া চাষের মাছে অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহার, অনিয়ন্ত্রিত কেমিক্যাল ব্যাবহার থেকে মাছকে মুক্ত করতে সংশ্লিষ্ট দপ্তরকে আরো গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

এছাড়া চাষি থেকে মৎস্য কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নেরও পরামর্শ দেন বক্তারা।ক্ষতিকর কেমিক্যাল যেন বাজারে অবাধে বিক্রি না হয় সে বিষয়ে নজরদারি বাড়ানোর তাগিদ বক্তাদের। শেষে উপজেলার তিন জন সেরা মৎস্য চাষী কে পুরস্কার দেওয়া হয়।

(একে/এসপি/আগস্ট ১৮, ২০২৫)