সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
--1.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : গাজীপুরে সাংবাদিক অহিদুজ্জামান তুহিনের হত্যায় জড়িতদের গ্রেফতার দ্রুত বিচারের মাধ্যমে ঘাতকদের ফাঁসি ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলা সদরে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান, সহসভাপতি এস এম রাজ, সাবেক সহ-সভাপতি নকিব সিরাজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, বাগেরহাট জেলা জাতীয় সাংবাদিক সংস্থার আহবায়ক এম হেদায়েত হোসাইন লিটন, সদস্য সচিব সৈয়দ শওকত হোসেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর সম্পাদক এস এম শামসুর রহমান, সাংবাদিক অলিপ ঘটক, মো. কামরুজ্জামান শিমুল, শেখ মিরানুজ্জামান মিরন, নকীব মিজানুর রহমান, চুলকাটি প্রেসক্লাব সভাপতি মো. সেকেন্দার মোড়ল।
(এসএসএ/এএস/আগস্ট ১৯, ২০২৫)