নড়াইলে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন বিএনপির রাজনীতিতে সক্রিয় নেতা মো: নজরুল ইসলাম মোল্যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার বিরুদ্ধে ছড়িয়ে পড়া মিথ্যা ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরে লোহাগড়া স্মার্ট প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সৃষ্ট অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মো: নজরুল ইসলাম মোল্যা বলেন, 'আমি দীর্ঘদিন ধরে নড়াইল জেলা বিএনপির অধীন চন্ডিবরপুর ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। সম্প্রতি একটি কুচক্রি ও স্বার্থান্বেষী মহল আমার ছবি বিকৃত করে মিথ্যা তথ্য দিয়ে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে বলে আমি মনে করি।
তিনি আরও জানান, গত বছরের ৪ আগস্টের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দাবি করা হচ্ছে যে, মিছিলের পাশে মোটরসাইকেলে থাকা ব্যক্তি আমি অর্থাৎ নজরুল ইসলাম মোল্যা। কিন্তু বাস্তবে ভিডিওতে থাকা ব্যক্তি তিনি নন এবং মোটরসাইকেলটিও তার নয়। তিনি বলেন, "আমি যে মোটরসাইকেল ব্যবহার করি, সেটির সঙ্গে ভিডিওর মোটরসাইকেলের কোনো মিল নেই। এতেই প্রমানিত হয় যে, ঘটনাটি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।
এ ধরনের মিথ্যা অপপ্রচার তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে বলে সংবাদ সম্মেলনে জানান নজরুল ইসলাম। তিনি এহেন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে তার ব্যক্তিগত এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। এ বিষয়ে সকলকে তিনি সতর্ক ও সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন
এ বিষয়ে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব হোসেন জানান, নজরুল ইসলাম মোল্যা বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি কখনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। তিনি বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন। সম্প্রতি তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে অপপ্রচার হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির এই নেতা।
(আরএম/এএস/আগস্ট ১৯, ২০২৫)