আগৈলঝাড়ায় নারী মাদক বিক্রেতা ও ক্রেতা গ্রেফতার
.jpg)
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় নারী মাদক বিক্রেতা ও ক্রেতা গ্রেফতার। পালিয়ে যাওয়া ডিলারসহ তিনজনকে আসামী করে পুলিশের মামলা দায়ের।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, উপজেলার রতœপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের মাদক ব্যবসায়ী আসাদুল হাওলাদারের স্ত্রী মাদক ব্যবসায়ী লিজা বেগমের কাছ থেকে (৩০) মোহনকাঠি গ্রামের নিরব বৈরাগী ইয়াবা সেবনের জন্য ক্রয় করে।
মাদক কেনা বেচার সময়ে স্থানীয় লোকজন ওই নারী মাদক ব্যবসায়ী লিজা বেগম ও ক্রেতা নীরব বৈরাগীকে আটক করে পুলিশে খবর দেয়। এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক নারী মাদক ব্যবসায়ীী লিজাকে ৮পিস ইয়াবাসহ আটক করে। এসময় সেখানে অবস্থান করা মাদকের ডিলার ফরিদ হাওলাদার কৌশলে পালিয়ে যেতে সক্ষত হয় বলে জানায় স্থানীয়রা। এসআই ওমর ফারুক আটক মাদক ব্যবসায়ী লিজা ও নিরবকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এসআই ওমর ফারুক বাদী হয়ে সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক লিজা, নিরব ও পলাতক ফরিদ হাওলাদারকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। লিজার স্বামী আসাদুল নিজেও মাদক বিক্রির সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে।
এর আগেও মাদক ব্যবসায়ী লিজা এবং ফরিদ একাধিকবার গ্রেফতার হলেও জামিনে ছাড়া পেয়ে নতুন উদ্যমে মাদক ব্যবসায় জড়িয়ে পরে।
(টিবি/এসপি/আগস্ট ১৯, ২০২৫)