ইয়াবাসহ জনতার হাতে আটক মাদক ব্যবসায়ীকে গণপিটুনী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পাঁচশ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ইদ্রিস মাতুব্বরকে (৫০) আটকের পরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। গুরুতর অবস্থায় ওই মাদক ব্যবসায়ীকে আটক করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার। আটককৃত ইদ্রিস ওই ইউনিয়নের মাগুরা-মাদারীপুর এলাকার কাদের হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা চালিয়ে আসছে ইদ্রিস। এতে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মঙ্গলবার ভোরে ইয়াবা ট্যাবলেট পাচারের সংবাদে খাঞ্জাপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় ইদ্রিসকে আটক করে আগে থেকেই ওৎ পেতে থাকা কতিপয় স্থানীয় যুবক। পরে তার কাছ থেকে পাঁচশ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তাকে মারধর করে থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এর আগে সোমবার বিকেলে হামলার শিকার হয়েছিলো সে। তবে আহতের পরিবার জানিয়েছে, পূর্ব বিরোধের জেরধরেই এই হামলার ঘটনা ঘটেছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, আহত অবস্থায় ওই মাদক ব্যবসায়ীকে পাঁচশ’ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। আটককৃতের মাথায় জখম থাকায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(টিবি/এসপি/আগস্ট ১৯, ২০২৫)