ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ১৫ কিমি. দীর্ঘ ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী আঞ্চলিক সড়কে বগাপুতা খালের উপর ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দুপাশে সংযোগ সড়ক না থাকায় ৩ বছর ধরে অকেজো অবস্থায় পড়ে আছে সেতুটি। ফলে সেতুটি যোগাযোগের ক্ষেত্রে কোন কাজে আসছে না। ২০২০ সালে সড়ক ও জনপথ বিভাগ ১১৫ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী আঞ্চলিক সড়ক নির্মাণের কার্যাদেশ দেয়। তাহের ব্রাদার্স ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তা নির্মাণের কাজটি পায়। কার্যাদেশ পাওয়ার পর করোনা মহামারী প্রতিকূলতার মাঝে ঠিকাদারী প্রতিষ্ঠান ৯ কিমি. সড়কের কাজ সম্পন্ন করে। কিন্তু ৯নং এলএকেস বগাপুতা অংশে প্রায় ২ কিমি. এবং ১০ নং এলএকেস এর ৬টি মৌজার ভূমি অধিগ্রহণ কাজ সম্পন্ন না হওয়ায় স্থানীয় বাঁধার মুখে ৪ বছর ধরে রাস্তা ও সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বগাপুতা খালের উপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৩১ দশমিক ৮২৮ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। এই সেতুর চার পাশে বগাপুতা গ্রামের প্রায় ১০টি পরিবারের জমি রয়েছে। 

সরেজমিন মাঠে গেলে জমির মালিক মজিবুর রহমান, আব্দুস ছাত্তার, আব্দুল লতিফ, আব্দুর রাশিদ জানান, কর্তৃপক্ষের গাফিলতির কারনে ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসন না হওয়ায় আমরা জমির মূল্য পাচ্ছি না। আমরা টাকা না পেলে সংযোগ সড়ক করতে দেব না। সেতুটি চালু না হওয়ায় পাশের একটি পুরাতন সেতুর উপর দিয়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার হালকা ও ভারী যানবাহন পারাপার হচ্ছে।

ঈশ্বরগঞ্জ পরিবহন শ্রমিক সমিতির সভাপতি বাবুল মিয়া জানান, এই আঞ্চলিক সড়ক দিয়ে কেন্দুয়া ও আঠারবাড়ী রোড়ের ঢাকাগামী দুরপাল্লার বাস ঝুঁকি নিয়ে চলাচল করছে। ঈশ্বরগঞ্জ রেন্ট-একার ক্লাবের কার্যকরি সভাপতি মফিজ উদ্দিন জানান, বগাপুতা সেতুতে সংযোগ সড়ক না থাকায় পাশের সরু পুরাতন জরাজীর্ণ সেতুর উপর দিয়ে পারাপারের সময় চরম যানজটের সৃষ্টি হয়। ঈশ্বরগঞ্জ হতে বগাপুতা পর্যন্ত প্রায় ৬ কিমি. রাস্তার এমন বেহালদশা যে, জীবিকার তাগিদ ছাড়া এ রাস্তা দিয়ে গাড়ী চালাতে আমরা রাজি নই। যাত্রীবাহি পরিবহন ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাক বোঝাই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ঈশ্বরগঞ্জ ও রায়বাজারে সরবরাহের একমাত্র সড়ক পথ এটি।

ট্রাক চালক আব্দুল গফুর জানান, নতুন সেতু চালু না হওয়ায় বগাপুতা খালের পুরাতন সেতুর উপর দিয়ে পণ্য বোঝাই ট্রাক নিয়ে পারাপার হওয়ার সময় খুব ভয় হয়। কখন জানি দুর্ঘটনা ঘটে যায়।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম জানান, বগাপুতা সেতুর পাশের জমির মালিকদের ৭ ধারা নোটিশ দেওয়া হয়েছে। প্রাক্কলন তৈরির কাজ চলমান আছে। প্রাক্কলন পাস হলে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১৫ দিনের মাঝে অধিক দূরাবস্থা সম্পন্ন ১০নং এলএকেসের দত্তপাড়া, চরণিখলা, ধামদী, কাকনহাটি, হাটুলিয়া ও সৈয়দভাকুরি মৌজার ৩ কিমি. সড়কের ৮ ধারা শুনানি কাজ শেষ করে সড়কের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা করছি।

(এন/এসপি/আগস্ট ১৯, ২০২৫)