চীনের হাংজুতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

বিশেষ প্রতিনিধি : এমিরেটস আনুষ্ঠানিকভাবে চীনের হাংজুতে দৈনিক ফ্লাইট সেবা চালু করেছে। হাংজু, চীনের মূল ভূখণ্ডে এমিরেটসের পঞ্চম গেটওয়ে।
এমিরেটসের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে এমিরেটস চীনের পাঁচটি নগরী —বেইজিং, সাংহাই, গুয়াংজু, শেনঝেন এবং হাংজু—সপ্তাহে মোট ৪৯টি ফ্লাইট পরিচালনা করছে। হাংজুতে প্রথম ও বিজনেস শ্রেনী যাত্রীদের জন্য এমিরেটস বিনামূল্যে স্বতন্ত্র লিমোজিনে বিমানবন্দর ট্র্যান্সফার সেবাও চালু করেছে। এই সেবা বর্তমানে বেইজিং, সাংহাই, লন্ডন, প্যারিস, দুবাই এবং মিলানসহ বিশ্বের ৭০টিরও নগরীতে চালু রয়েছে।
দুবাই-হাংজু রুটে এমিরেটস বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমাণের সাহায্যে পরিচালনা করছে যাতে ৮টি প্রথম শ্রেনী স্যুইট, ৪২টি বিজনেস শ্রেনী এবং ৩০৪টি ইকোনমি শ্রেনী আসন রয়েছে।
চায়না সাউদার্ন এয়ারলাইনস, এয়ার চায়না ও সিচুয়ান এয়ারলাইনসের সঙ্গে ইন্টারলাইন ও কোডশেয়ার চুক্তির মাধ্যমে এমিরেটস তাদের নিজস্ব নেটওয়ার্কের বাইরেও চীনের বিভিন্ন গন্তব্যে ভ্রমনের সুযোগ দিচ্ছে।
(এসকেকে/এসপি/আগস্ট ১৯, ২০২৫)