সাতক্ষীরায় স্কুল শিক্ষককে লাঞ্ছিত, বিএনপি নেতা ইসলাম কবিরাজ গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মজিবর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি বিএনপি নেতা ইসলাম কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বল্লী গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নবগঠিত বল্লী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, ইসলাম কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে শিক্ষক শফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার দুপুরে সদর থানায় এজাহার দায়ের করেন।
এজাহারে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, বল্লী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার মন্টু, বিএনপি কর্মী আব্দুল গনি, ইউপি সদস্য আব্দুর রইচ, বিএনপি নেতা ইসলাম কবিরাজ, বল্লী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার সকাল সাড়ে নয়টায় স্কুলে ঢুকে লোহার রড, লাঠি ও পাইপ দিয়ে শিক্ষক শফিকুল ইসলামকে পিটিয়ে জনসম্মুখে টেনে নিয়ে লাঞ্ছিত করেন স্থানীয় বিএনপি–ছাত্রদল নেতারা। বিদ্যালয়ের দোতলায় এক ছাত্রীকে নিয়ে শনিবার সকালে শিক্ষকের অবস্থান করার অভিযোগ তোলেন তারা। অপরদিকে, শিক্ষক মো. শফিকুর রহমানকে ঘাড় ধাক্কা দিযে স্কুল থেকে বের করে দেওয়ার ঘটনায় বিএনপি–ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার দুপুরে বিদ্যালয়ের ফটকে আয়োজিত মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাতক্ষীরা সদর থানা পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। এই সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে থানা ঘেরাও কর্মসূচির হুশিয়ারি দেয়।
(আরকে/এসপি/আগস্ট ১৯, ২০২৫)