রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুল ছাত্র নিহত হয়েছেন। এ সময় কমবেশি ৬ জন আহত হয়েছেন। আহতদেরকে ঢাকা, খুলনা ও যশোরে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে নড়াইল-খুলনা আঞ্চলিক সড়কের মির্জাপুর-সোনাডাঙ্গা মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই অপুবিশ্বাস(১৮) নামের এক মোটরসাইকেল আরোহী মারা যায়। এসময় ভ্যানচালক ও ২ আরোহী সহ ৬ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত দুই মোটর সাইকেল চালক সাকিব (২০) কে ঢাকায় ,নারায়ন(২৮) ও অপর আরোহী সুকদেব (৫০) কে উন্নত চিকিৎসার জন্য যশোর ও খুলনা পাঠানো হয়েছে।

ভ্যানচালক ও দুই যাত্রী কে ঘটনাস্থল থেকেই খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যায় স্বজনেরা।
নিহত অপু বিশ্বাস গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেনীর ছাত্র। সে গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব ও অপু দুই বন্ধু নড়াইল থেকে সিকির হাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিলো ভাড়ায় মোটর সাইকেল চালক নারায়ন বিশ্বাস। মির্জাপুর বাজার পেরিয়ে সোনাডাঙ্গা মোড়ে আসলে বেপরোয়া গতির মোটরসাইকেল অপর মোটর সাইকেল ও ভ্যানের উপর আছড়ে পড়ে। এতে ঘটনা স্থলেই মারা যায় বন্ধু সাকিবের মোটর সাইকেল আরোহী অপু বিশ্বাস। সাকিব সহ আহত আরো দুজনের অবস্থা আশংকাজনক।

নড়াইল সদর থানার ওসি দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরএম/এসপি/আগস্ট ১৯, ২০২৫)