কালীগঞ্জ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সারের ডিলার রিফাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমানকে নির্দিষ্ট এলাকার বাইরে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেলের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম এ আদালত পরিচালনা করেন। এ সময় মাহাবুবুর রহমানের কাছ থেকে ভবিষ্যতে নির্দিষ্ট এলাকার বাইরে সার বিক্রি করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, রিফাত এন্টারপ্রাইজ সরকারি ইউরিয়া ও পটাশ সার ৭নং রায়গ্রাম ইউনিয়নের সাব-ডিলার ও কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সরবরাহের অনুমোদন পেয়েছে। কিন্তু ডিলার মাহাবুবুর রহমান ওই ইউনিয়নের বাইরে সার বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি ২০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা পটাশসহ মোট ৩০ বস্তা সার ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা বাজারের এক ব্যবসায়ীর কাছে বিক্রির উদ্দেশ্যে পাঠান। এসময় স্থানীয় সাংবাদিকদের নজরে আসলে বিষয়টি ফাঁস হয়।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইমদাদুল হাসান বলেন, “সংশ্লিষ্ট ইউনিয়নের ডিলার তার নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রি করতে পারেন না। অন্য উপজেলায় সার বিক্রির প্রশ্নই আসে না।”

সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, “সার ব্যবস্থাপনা আইনে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রি না করার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে।”

এদিকে কৃষক মহলে অভিযোগ উঠেছে, কিছু অসাধু ডিলার বেশি লাভের আশায় সরকারি সার কালোবাজারে বিক্রি করছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষকরা।

(এসএস/এসপি/আগস্ট ১৯, ২০২৫)