রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের মধুখালিতে অপহরণের শিকার নিখোঁজ শিশু তামিম (১১) এর লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। এ ঘটনার জড়িত প্রধান আসামি তুহিন শেখ (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দিবাগত ফরিদপুর মধুখালি উপজেলার কোরকদি ইউনিয়ন বাঁশপুর গ্রামের বিলের মধ্য থেকে অপহৃত শিশু তামিম (১১) পিতা মো. শামীম তালুকদার এর লাশ উদ্ধার করে মধুখালি থানা পুলিশ।

আজ মঙ্গলবার বিকেল পৌনে চার টার দিকে মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান উত্তরাধিকার ৭১ নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট বিকেল ৪টার দিকে মো. তামিম তালুকদার (১১) কে তার নিজ বাড়ি থেকে তুহিন শেখ (৩০) অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ভিক্টিম শিশু তামিমের পরিবার ও পুলিশ জানায়, তামিমের জন্মদাতা পিতা প্রবাসে অবস্থান করায় অপহরণকারি ভিক্টিমের মা রিমা আক্তার (২৮) এর কাছে মুক্তিপণ দাবি করেন। মা তাতে সম্মতি দিয়ে টাকার জোগার করতে থাকেন। কিন্তু মুক্তিপণ দিতে বিলম্ব হওয়ায় অপহরণকারি গত ১৬ তারিখ রাতে কোন এক সময় ভিক্টিমের পরিহিত গেঞ্জি দিয়ে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে মধুখালী থানার কোরকদি ইউনিয়নের কোরকদি গ্রামের বিলের মধ্যে লাশ ফেলে রাখে।

ইতিমধ্যে অপহরণ ও হত্যাকারি তুহিন শেখ (৩০)কে আটক করেছে মধুখালি থানা পুলিশ। এ বিষয়ে গত ১৬ আগস্ট মধুখালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মধুখালি থানার ওসি এস এম নুরুজ্জামান।

(আরআর/এসপি/আগস্ট ১৯, ২০২৫)