আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দলটির পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। সেখানে দলটির পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুল ইসলাম মুন্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির সহাসচীব মির্জা ফখরুল এর ছোট ভাই মির্জা ফয়সল আমিন। গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, যুগ্ম সম্পাদক পয়গাম আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাসান মাহামুদ মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামুর সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। এসময় দলটির সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।

(এআই/এসপি/আগস্ট ১৯, ২০২৫)