শ্যামনগরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে পরিবারের সকলের অগোচরে নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
মৃত ছাত্রী হলেন, উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট শীলতলা গ্রামের প্রভাষ গাতিদারের মেয়ে সুপ্রিয়া গাতিদার (১৫) ।
প্রতিবেশী ভোলানাথ মন্ডল জানান, সুপ্রিয়া ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিলেন। সুপ্রিয়া বাবা মা জমিতে কাজ করছিলেন দুপুর হতে যাওয়ায় তার মা ভাত রান্না করার জন্য বাড়িতে এসে দেখে মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তখন আমাদের ডাকলে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সাকির হোসেন বলেন, হসপিটালে নিয়ে আসার আগেই সে মারা গিয়েছিলো।
এসআই অভিক বড়াল জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা কারণ জানাযায়নি।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
(আরকে/এএস/আগস্ট ১৯, ২০২৫)