রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : চার মাস বন্ধ থাকার পর রবিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদাানি শুরু হয়েছে। তবে মঙ্গলবার থেকে পিঁয়াজ আমদানি স্থগিত করেছে সরকার।

ভোমরা বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান ইছামতী ফুডস ও সিএন্ডএফ এজেন্ট সুলতান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী জানান, গত বুধবার থেকে তার ভারতীয় পাঁচটি ট্রাক ভর্তি ২০০ মেট্রিকটন মোটা চাল আমদানির জন্য ঘোজাডাঙা বন্দরে অপেক্ষায় ছিল। সোমবার সন্ধ্যায় ওই চাল ভোমরা বন্দর থেকে ছাড় করান তিনি।

এ ছাড়া আরো ১৯টি ভারতীয় ট্রাকে আরো ৭৫০ মেট্রিকটন চাল আমদানি করা হয়েছে। আরো ১০১ ট্রাক চাল আমদানির অপেক্ষায় ঘোজাডাঙা বন্দরে অপেক্ষা করছে। তবে সরকারিভাবে এখনো আমদানিকৃত মোট চালের তালিকা প্রকাশ করা হয়নি। চলতি বছরের ১৫ এপ্রিল ভোমরা বন্দর দিয়ে সর্বশেষ ভারতীয় চাল আমদানি করা হয়।
ভোমরা স্থলবন্দরের সহকারি রাজস্ব কর্মকর্তা মোঃ শওকত হোসেন জানান, চলতি বছরের ১৫ এপ্রিল এ বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়। আজ সোমবার আবারো চাল আমদানি শুরু হয়েছে।

(আরকে/এএস/আগস্ট ১৯, ২০২৫)