বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমাজের আয়োজনে আজ বুধবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবম গ্রেড ধরে চারস্তীয় একাডেমিক সোপান দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আবুল কাশেম মিয়া, ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ মুশফিকুর রহমান, ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোঃ আমির সোহেল, ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা নাসরিন, ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক, নাঈম মোহাম্মদ তারেক, ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক, সোহেল গাজী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন,ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মিহির ভক্ত সহ ইউনাইটেড ইসলামিয়া সরকারি হাই স্কুলের শিক্ষক ও ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

(বিডি/এসপি/আগস্ট ২০, ২০২৫)