আগৈলঝাড়ায় সাত প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় মেয়াদ উর্ত্তীন অসুদ, মুদি দোকান অপরিস্কার থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার রত্মপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজারে বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সুমি রানী মিত্র এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেয়াদ উর্ত্তীন ঔষধ পাওয়ায় ওই বাজারের কাওসার ড্রাগ হাউজকে ১২ হাজার টাকা, মেহেদী মেডিকেল হলকে ২ হাজার টাকা, মেডিকেল সেন্টারকে ৬ হাজার টাকা, আল আমিন মেডিকেল হলকে ১২ হাজার টাকা, মুদি ব্যবসায়ী সিকদার ষ্টোরকে ২ হাজার টাকা, হাওলাদার ষ্টোরকে ২ হাজার টাকা, সাদিয়া ষ্টোরকে ২ হাজার টাকাসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা ককরে তা আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টার সুকলাল শিকদার, আগৈলঝাড়া থানার এসআই সৌমেন বিশ্বাস।
(টিবি/এসপি/আগস্ট ২০, ২০২৫)