আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা, বৃক্ষরোপন ও পরিস্কার-পরিছন্নতা কর্মসূচী পালন করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরে দলীয় কার্যালয়ে আসে।পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোক্তাদির হোসেন তরু, স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্মআহবায়ক হাফিজুর রহমান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজ্জাক ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক কামরুল ইসলাম হাওলাদার, সার্জেন (অবঃ) কাজী সেলিম, মো.আবু সাইয়েদ, জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মিঠু সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগগ্ম-আহবায়ক সাব্বির আহম্মেদসহ প্রমুখ।
পরে দলীয় সিনিয়র নেতা-কর্মীরা আগৈলঝাড়া থানা, ভেগাই হালদার পাবলিক একাডেমী ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চত্তরে বৃক্ষরোপন করেন ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরিস্কার-পরিছন্নতা অভিযানে কাজ করেন।
(টিবি/এসপি/আগস্ট ২০, ২০২৫)