একে আজাদ, রাজবাড়ী : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার সকালের দিকে রাজবাড়ী সদর হাসপাতালে রাজবাড়ী সদর ও ‌পৌর স্বেচ্ছাসেবক দ‌লের যৌথ আয়োজনে রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন নেতাকর্মীরা।
প‌রে তারা হাসপাতাল প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষ‌ধি গাছের চারা রোপন করেন।

এ সময় রাজবাড়ী জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের আহ্বায়ক আব্দুল মা‌লেক খান, সদস্য স‌চিব তু‌হিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, জাহাঙ্গীর আলম, আবু তা‌লেত, এ‌্যাডঃ মাসুদুর র‌শিদ, সদর উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি অ‌শোক কুমার সরকার, সি‌নিয়র সহ-সভাপ‌তি জহুরুল ইসলাম নরুন্নবী, যুগ্ম সম্পাদক শ‌হিদুল ইমলাম মে‌হেদী, বিল্লাল হো‌মেন, পৌর স্বেচ্ছা‌সেবক দ‌লের আহ্বায়ক সাইফূল আলম মামুনসহ দলটির অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

এদিকে প‌রিস্কার প‌রিচ্ছন্নতা ও বৃক্ষ‌রোপণ শে‌ষে হাসপাতা‌লের ওয়ার্ড প‌রিদর্শন ক‌রে রোগী ও তা‌দের মানের খোঁজ খবর নেন স্বেচ্ছা‌সেবক দল নেতাকর্মীরা।

(একে/এসপি/আগস্ট ২০, ২০২৫)