মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আজ বুধবার বিকালে মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আমিনুর রহমান কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহম্মদপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক চত্বরের এসে শেষ হয়।

পরে সমাবেশে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আরিফুজ্জামান মিল্টন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল জিহাদ।

অন্যান্য অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, মহম্মদপুর উপজেলা বিএনপি সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য মৈমূর আলী মৃধা, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ সহ উপজেলা স্বেচ্ছাসেবক দল ও তার সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/আগস্ট ২০, ২০২৫)