তৃতীয় মৌসুমের অপ্রকাশিত গান নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

বিনোদন ডেস্ক : ২০২৪ সালের ২৫ মে প্রকাশিত হয়েছিল কোক স্টুডিও বাংলার ‘অবাক ভালোবাসা’ শিরোনামের গান। এরপর তৃতীয় মৌসুমের আর কোনো গান আসেনি। নতুন গান আসবে কবে- এক বছরের বেশি সময় ধরে প্রশ্নটির উত্তর খুঁজে ফিরেছেন শ্রোতারা।
বুধবার (২০ আগস্ট) রাতে কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবের একটি ফেসবুক পোস্ট কৌতূহল তৈরি করেছে। অর্ণব লেখেন, ‘যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে? পরশু, তরশু নাকি আজি?’ পোস্টে অনেকে মন্তব্য করেছেন, ‘গানটি আজই আসুক। ’
বিষয়টি নিয়ে জানতে অর্ণবকে ফোন করা হলে তিনি জানান, নতুন সিজন নয়, তৃতীয় মৌসুমের প্রকাশ না হওয়া গানগুলোই প্রকাশ হবে। এখন পর্যন্ত নয় থেকে ১০টি গান রেকর্ড করা রয়েছে, সেগুলোই পর্যায়ক্রমে প্রকাশ পাবে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাব।
এদিকে একটি সূত্র জানিয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরীর গ্রুপের একটি গান প্রকাশ হবে। গানের শিরোনাম ‘বাজি’।
সূত্রের দেওয়া তথ্যের কিছুটা নিশ্চিত হওয়া যায় ইমন চৌধুরী পোস্ট থেকে। কারণ তিনি অর্ণবের দেওয়া পোস্টটি শেয়ার করেছেন নিজের ওয়ালে। ক্যাপশনে যুক্ত করেছেন ‘বাজি ধরতে রাজি’।
২০২২ সালে কোক স্টুডিও বাংলার যাত্রা শুরু হয়। প্রথম মৌসুমে ১০টি ও দ্বিতীয় মৌসুমেও ১০টি গান প্রকাশিত হয়েছে। আর ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের প্রচার শুরু হয়েছিল। ১৮০ সুরকার ও শিল্পীদের অংশগ্রহণে এই মৌসুমের ৩টি গান প্রকাশিত হয়েছে।
তৃতীয় মৌসুমে সংগীত প্রযোজক হিসেবে অর্ণবের সঙ্গে আরও আছেন প্রীতম হাসান, ইমন চৌধুরী, শুভেন্দু দাশ শুভ ও অন্যরা। এ মৌসুমে বেশ কিছু পরিচিত মুখকে নতুন গানে পাওয়া যাবে। এ ছাড়া প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলায় গাইতে পারেন জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদসহ নতুন কয়েকজন শিল্পী।
এ মৌসুমে ভিজ্যুয়াল আউটপুট পরিচালনা করেছেন ডোপ প্রোডাকশনের কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং রানআউট ফিল্মসের আদনান আল রাজীব।
(ওএস/এএস/আগস্ট ২১, ২০২৫)