দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁন বাবুলের মুক্তির দাবিতে ফরিদপুর মহানগর কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল সাড়ে চারটায় মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইমাম উদ্দিন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে পাঠিয়েছে। অবিলম্বে তাকে মুক্তি না দিলে আগামী রবিবারের মধ্যে বৃহত্তর ফরিদপুর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে মহানগর কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ডিসি/এএস/আগস্ট ২১, ২০২৫)