রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সাতক্ষীরায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রুরাল অ্যান্ড সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (বরসা) নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও’র) শ্যামনগর উপজেলা কার্যালয় ও এনজিওটির অঙ্গপ্রতিষ্ঠান বরসা রিসোর্ট ঘেরাও করেছেন স্থানীয় গ্রাহকরা।

বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে তিনটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় শতাধিক গ্রাহক ঝাড়ু হাতে এনজিওটির মুন্সিগঞ্জ কার্যালয় ও তাদের অঙ্গপ্রতিষ্ঠান বরসা রিসোর্ট ঘেরাও করে।

এসময় এনজিওটির মুন্সিগঞ্জ শাখা কার্যালয় ও তাদের অঙ্গপ্রতিষ্ঠান বরসা রিসোর্ট এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করে। পরে বিকাল পাঁচটার দিকে শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি নেতা জি এম রুস্তম আলী ও পুলিশ প্রশাসনের তাদেরকে আইনগতভাবে এগিয়ে যাওয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে গ্রাহকেরা বাড়ি ফিরে যান।

এসময় অবস্থানকারীরা জানান, শুধু মুন্সিগঞ্জ নয়, শ্যামনগরসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বরসা এনজিও। কারো ডিম বিক্রির টাকা, কেউ মুরগি বিক্রির টাকা। লাভ দেওয়ার কথা বলে বরসা এনজিও প্রান্তিক মহিলাদের কাছ থেকে টাকা নিয়েছে। এখন সেই টাকা ফেরত না দেওয়ায় অনেকের সংসার ভাঙারও উপক্রম হয়েছে। তারা এ টাকা ফেরতের দাবি করছেন।

বুড়িগোয়ালিনী ট্যুরিস্ট পুলিশের এসআই শেখ মফিজুর রহমান জানান, অবস্থান ধর্মঘট চলাচলে ওই এলাকার জান-মালের নিরাপত্তা রক্ষায় বুড়িগোয়ালিনী ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উদ্যোগ নিয়েছিল। বিকাল পাঁচটার দিকে শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি নেতা জি এম রুস্তম আলী ঘটনাস্থলে আসেন। তিনি এসে সংক্ষুব্ধদের সঙ্গে আইনগতভাবে মোকাবেলার কথা বলেন। একপর্যায়ে আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে গ্রাহকরা বাড়িতে চলে যায়।

(আরকে/এএস/আগস্ট ২১, ২০২৫)