যশোর প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে যশোরে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ডিপার্টমেন্ট চেয়ারম্যান প্রফেসর ড. কামরুল হাসান। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা কামিল মাদরাসা প্রিন্সিপাল হাফেজ মুহাদ্দিস মহিব্বুল্লাহ, আলহাজ্ব মতিউর রহমান মহিলা ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাও. আব্দুল মতিন, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে. এম. ইকবাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, শাখা তত্ত¡াবধায়ক হাফেজ মাওলানা অধ্যক্ষ আ. খ. ম. মাসুম বিল্লাহ, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ডিরেক্টর এম. এম. রবিউল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ডিপার্টমেন্ট চেয়ারম্যান প্রফেসর ড. কামরুল হাসান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা মুখরিত থাকবে এটাই শিক্ষার লক্ষ্য। নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এতে মনে প্রফুল্ল আসে। তাই লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের কো-কারিকুলা ও এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিসে অংশ নেওয়া প্রয়োজন।
তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার ইনচার্জ হাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আরবপুর আবাসিক শাখার কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান ও শাখা সহকারী মোস্তফা আল মিসবাহের ।

এসময় আরও উপস্থিত ছিলেন, যশোর আবাসিক শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ মাওলানা আজমল হোসাইন, আলিয়া শাখা প্রধান আসাদুজ্জামান, প্রি-হিফয শাখা প্রধান সৈয়দ সাইফুর রহমান, যশোর শাখাসমূহের পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফারুক ও মাও. আশরাফ আলীসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, আমিনুল হিফয ও সহকারী আমিনুল হিফযবৃন্দ।

(এসএম/এএস/আগস্ট ২১, ২০২৫)