বেনাপোলে আজিজ মিষ্টান্ন ভান্ডারে লাখ টাকা জরিমানা

যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল বাজারের আজিজ মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে এক লাখ টাকা এবং একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুর ১২টার দিকে বেনাপোল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
এ সময় তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বেনাপোল বাজারের আজিজ মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ‘মেডিসিন হাউজ’ নামের একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি জানান।
অভিযানে বেনাপোল পৌরসভার স্যানিটারি পরিদর্শক রাশেদা বেগম ও বেনাপোল পোর্ট থানার এসআই মিলন হোসেন অংশ নেন।
(এসএম/এএস/আগস্ট ২১, ২০২৫)