সোনাতলায় মাদক সেবী আশিকের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় একজন মাদক সেবীকে আটক করেছে পুলিশ। পরে পুলিশ আশিক কে ভ্রাম্যমাণ নিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিক নগদ ১'শ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদক সেবী আশিক মিয়া পৌরসভার গড়ফতেপুর গ্ৰামের মৃত পিন্টু মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে আশিক শুধু মাদক সেবীই নয় সে বিভিন্ন সময়ে চুরির সাথে জরিত।
স্থানীয়রা জানান, আশিক মিয়া গত একবছরে প্রায় ৫/৬টি আটোভ্যান চুরির সাথে জরিত।
থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি মিলাদুন-নবী জানান, আশিক মিয়াকে মাদক সেবন কালে ধরা হয়েছে। সেসময় মাদক সেবন এর কল্কি, মাদক কাটার বাটাল জাতীয় অস্ত্র ও ম্যাচ লাইট তার কাছে থেকে উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় নিলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইউএনও ১শ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিলে আমরা আশিককে জেলে প্রেরণ করি।
(বিএস/এসপি/আগস্ট ২১, ২০২৫)