গৌরনদীতে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে খালে গোসলে নেমে এক সন্তানের জননী নিখোঁজ গৃহবধূ উম্মে হানিয়া বিথীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।
গৃহবধূ বিথী গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার হরিসেনা গ্রামের রিপন সরদারের স্ত্রী এবং দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম সিকদারের মেয়ে।
নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন বিথী বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বিজয়পুরস্থ তার বাবার বাসা থেকে বের হয়ে পালরদী স্কুল এন্ড কলেজের সামনের খালে গোসলে নেমে নিখোঁজ হয়।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, সকাল নয়টার দিকে স্কুল সংলগ্ন পালরদী খালে গোসলে নেমে আর উঠতে পারেনি মানসিক ভারসাম্যহীন ওই গৃহবধূ। স্থানীয়রা তাকে উদ্ধারের চেস্টা চালিয়ে ব্যর্থ হয়। খবরপেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দুপুর আড়াইটার দিকে খাল থেকে গৃহবধূ বিথীর মরদেহ উদ্ধার করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হতান্তর করা হয়েছে।
(টিবি/এসপি/আগস্ট ২১, ২০২৫)