শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের কুমার বাড়ির পাশে সড়কের দক্ষিণ পাশে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়ি দখল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গ্রামের মরহুম সোনজউদ্দিনের ছেলে হাজী আব্দুল কাদির (৬৫) বাদি হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্তরা হলেন- একই গ্রামের মরহুম আব্দুল কাদির শেখের মেয়ে রেখা বেগম (৩৫), ছেলে শামীম শেখ (৩০), মধু শেখের ছেলে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস (৫০) ও মরহুম জৈনউদ্দিনের ছেলে আমির হোসেন (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালের দিকে সাবেক মেম্বার আব্দুল কুদ্দুসের নেতৃত্বে রেখা বেগম তার ভাই শামীমগং আব্দুল কাদির শেখের বসতবাড়িতে লোকজন নিয়ে জোরপূর্বক উঠোনে ঘর উঠায়। এনিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনাস্থলে পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্তরা সটকে পড়ে। বৃদ্ধ হাজী আব্দুল কাদির বলেন, প্রায় ২০ বছর যাবত বাড়ি ক্রয়সূত্রে বসবাস করছি। রেখা বেগমগং কিছুদিন ধরে জায়গা দখলের পায়তারা করছিল। এনিয়ে গত ১৮ আগস্ট ২০২৫খ্রী: বিজ্ঞা আদালতে দেওয়ানী মামলা দায়ের করি। মোকাদ্দমা নং-১১৮/২০২৫। বিজ্ঞ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। অথচ অভিযুক্ত ব্যক্তিরা নিষেধাজ্ঞা অমান্য করে আমার বাড়ির টিনের বেড়া ভেঙ্গে ভিতরে এসে বসতঘরের সামনে টিনের ছাপড়া তুলে। বাধা দিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করে। পুলিশ আসার খবর পেয়ে দখলকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় বাড়ির টিনের বেড়া ভাঙ্গচূর করে।

এ বিষয়ে জানতে সরেজমিনে গিয়ে রেখা বেগমের স্বাক্ষাত পাওয়া যায়নি।

সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি শ্রীনগর থেকে বাড়িতে আসার পথে দেখেটি রেখাগং ঘর তুলছে।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই ঘর তোলা যুক্তিসঙ্গত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাওয়া ঠিক না।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মো. রিপন আহম্মেদ জানান, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের কাউকে পাইনি। যেহেতু বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে তাই আদালতের প্রতি শ্রদ্ধা রেখে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(এআই/এসপি/আগস্ট ২১, ২০২৫)