স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ের পল্লী টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মাঠে বৃহস্পতিবার বিকাল ৪টায় উদ্বোধন হয়েছে সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

উদ্বোধন করেন ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান।

৮টি দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব রয়েছেন ৪নং কামাত কাজলদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান। খেলায় ২-১ গোলে আহাদ ফুটবল একাডেমি জয়পুরহাটকে পরাজিত করে বিজয়ী হয়েছে টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি। মধ্যমাঠ পরিচালনা করেন পঞ্চগড় জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাবু।

সহকারি পরিচালক হিসেবে ছিলেন নুরুজ্জামান নুরু ও রাশেদুজ্জামান রাশেদ।উল্লেখ, একেতো ২০টাকা মূল্যের টিকেট, তার উপর বৃষ্টি, এরপরও মাঠে ফুটবলপ্রেমী দর্শকদের ছিলো উপচে ভীড়। আজকের ম্যাচে দর্শক নন্দিত খেলা উপহার দিয়েছে উভয় দলের খেলোয়াড়রা। দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট। ওইদিন লড়বে সৈয়দপুর ফুটবল একাডেমি বনাম গাইবান্ধা খেলোয়াড় কল্যাণ সমিতি।

(এআর/এএস/আগস্ট ২১, ২০২৫)